মিডিয়া জয়ী এবং শত কোটি হৃদয় জয় করা আজিজুল হাকিম করোনাকেও জয় করলেন।

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিম এখন সুস্থ। করোনার সঙ্গে প্রায় দুই সপ্তাহ যুদ্ধ করে তিনি জয়ী হয়েছেন। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার দুপুর ১ টার দিকে আজিজুল হাকিম হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন অভিনেতার ছোটভাই সোহেল হাকিম।
তিনি বলেন, হাকিম ভাই এখন পুরোপুরি সুস্থ। তার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম, ঠিকমতো খাওয়াদাওয়া ও ঘুমাতে বলেছেন।
করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে পরে তাকে স্থানান্তর করা হয় কেবিনে।
হাসপাতালটিতে ড. মহিউদ্দীনের তত্বাবধায়নে আজিজুল হাকিমের চিকিৎসা হয়েছে।
শুরুতে ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী-সন্তান। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আজিজুল হাকিম, জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। তাদের সবার করোনা রিপোর্ট এখন নেগেটিভ। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট শুরুতেই নেগেটিভ ছিল।