ট্রাম্পের হার মানেই ইরানের জয় : রুহানি

Iranian President Hassan Rouhani speaks during a meeting with a group of Iranian athletes, in Tehran, Iran, June 1, 2019. Official President website/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES - RC1922713680
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার মানেই ইরানের বিজয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার দেশটির মন্ত্রিসভায় দেওয়া এক ভাষণে রুহানি এ মন্তব্য করেন। ইরানের অর্থনীতি পঙ্গু করতে গত তিন বছর ধরে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও দাবি ইরানি প্রেসিডেন্টের। খবর তাসনিম নিউজ।
ইরানি প্রেসিডেন্ট আশা করে বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মার্কিন ইমেজ পুনরুদ্ধার করতে মিথ্যা অভিযোগে ট্রাম্পের আমলে আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
এমন এক সময় ইরানি প্রেসিডেন্টে এ মন্তব্য করেছেন যখন হোয়াইট হাউসে বাজতে শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঘণ্টা। নাটকীয় নানা কর্মকাণ্ডের মাধ্যমে গত চার বছর প্রায় প্রতিদিন প্রেসিডেন্ট ভবন মাতিয়ে রেখেছিলেন তিনি।
এমন কম দিনই গেছে, যেদিন সংবাদের শিরোনাম হননি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন। এই সত্য ও বাস্তবতা এড়াতে পারছেন না। পরাজয় না মানলেও ইঙ্গিত দিয়েছেন ক্ষমতা ছাড়ার। এখন বিদায় নেয়ার পালা। হোয়াইট হাউসে তাই বিদায়ের করুণ আবহ বিরাজ করছে। গত দুই সপ্তাহ ধরে কোনো প্রাণচাঞ্চল্য নেই। অনেকটাই শান্ত হয়ে পড়েছে ওয়েস্ট উইং নামে সবসময় গমগম করা এলাকাটিও।
এদিকে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পুনরুত্থান হয়েছে। অন্যের দ্বারা পরিচালিত হতে নয়, বিশ্বকে এখন নেতৃত্ব দিতে প্রস্তুত।’