করোনায় মৃত্যুর পর জীবিত ফিরে এলেন বৃদ্ধা!

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ বছরের এক বৃদ্ধা। এরপর তাকে দাফনও করা হয়েছে। এমনই জেনে আসছিলেন ওই বৃদ্ধার পরিবার। তবে এরপর নয় দিন পর যা ঘটলো তাতে রীতিমত অবাক ওই বৃদ্ধার পরিবার।
এমন খবরের পর ওই বৃদ্ধা নয় দিন পর হোম কেয়ারে ফিরেছেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রোজেলিয়া বাঙ্কো নামের ওই বৃদ্ধা গত ১৩ জানুয়ারি করোনায় মারা যায় এবং পরের দিন তার দাফন হবে বলে তার পরিবারকে জানানো হয়। করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে তার পরিবার দাফন কাজে আসতে পারেনি।
স্পেনের জোভের হোম কেয়ারে ওই বৃদ্ধার স্বামী রেমন ব্লাঙ্কো থাকেন। সেখানেই শনিবার পুরোপুরি সুস্থ অবস্থায় হাজির হন ওই বৃদ্ধা। তাকে দেখে বিহ্বল হয়ে পড়েন তার স্বামী।
রেমন ব্লাঙ্কো সংবাদ মাধ্যমে বলেন, আমার বিশ্বাস হয়নি। আমার স্ত্রীর মৃত্যুর খবরের পর আমি কেঁদেছি। তিনি জানান, তার স্ত্রীর সঙ্গে যে নারী ছিল তিনি আসলে করোনায় মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রোজেলিয়া বাঙ্কো এবং সেখানে বসবাসরত অন্যান্যরা করোনায় আক্রান্ত হলে তাদের অন্য হোম কেয়ারে নিয়ে যাওয়া হয়। আর তাতেই নামের বিপত্তি থেকে এমন ঘটনা।