যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষের মৃত্যু করোনায়!

WASHINGTON, DC - SEPTEMBER 22: Chris Duncan, whose 75 year old mother Constance died from COVID on her birthday, photographs a COVID Memorial Project installation of 20,000 American flags on the National Mall as the United States crosses the 200,000 lives lost in the COVID-19 pandemic September 22, 2020 in Washington, DC. The flags are displayed on the grounds of the Washington Monument facing the White House. (Photo by Win McNamee/Getty Images)
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন অবধি ৪ লাখ ৪০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মৃতের সংখ্যার থেকেও বেশি।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যের ন্যাশনাল ডাব্লুডব্লিউআইআই (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) জাদুঘরের গবেষণায় দেখা গেছে, ১৯৩৯-৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় ৪ লাখ ১৮ হাজার ৫০০ মার্কিন নাগরিক মারা গিয়েছিল।
২০২০ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু হয়। প্রায় এক বছরের ব্যবধানে সেটা চার লাখ ছাড়িয়ে গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে মহামারি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ দশমিক ১ মিলিয়ন। এ সংখ্যাটা প্রতিনিয়তই বাড়ছে।