জিমে কোরআন তেলাওয়াত করেন মিরাজ- ভিডিও ভাইরাল

তিনি নিজেই কুরআন তেলাওয়াতের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। যেখানে তিনি ইলেকট্রনিক মেশিনে শরীর চর্চা করার সঙ্গে সঙ্গে কুরআন তেলাওয়াত করছিলেন।
গত ১ মার্চ (রোববার) কুরআন তেলাওয়াতের ভিডিওটি পোস্ট করেন। তার কুরআন তেলাওয়াতের এ পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জাতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে গিয়ে কোয়ারেন্টাইনে অবস্থান করছে।
তিনি ফেসবুকে ভিডিও পোস্টের উপরে দেশবাসীর কাছে দোয়া চেয়ে লিখেছেন- ‘রুমের ভিতর এখনো কঠোর পরিশ্রম চলছে। আমাদের জন্য দোয়া করবেন।’
তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। সেখানে এখন তারা কোয়ারেন্টাইন পালন করছেন। এর মাঝেই গত ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মেহেদী হাসান মিরাজ।
তাতে দেখা যায়, হোটেল রুমে বসে ইলেকট্রনিক্স সাইকেলে শরীর চর্চা করছেন। পাশাপাশি পবিত্র কোরআন থেকে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করছেন।
পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়ে লিখেছেন- ”রুমের ভেতর এখনো কঠোর পরিশ্রম চলছে। আমাদের জন্য দোয়া করবেন।”
ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। কমেন্ট বক্সে ভক্ত-সমর্থকরা অনেক প্রশংসা করছেন।